নির্বাচন কমিশনের ভূমিকা প্রশ্নবিদ্ধ ছিলঃ টিআইবি

সম্প্রতি অনুষ্ঠিত হয়ে যাওয়া ঢাকা উত্তর-দক্ষিণ ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে নির্বাচন কমিশনের ভূমিকা প্রশ্নবিদ্ধ ছিল বলে অভিযোগ করেছে টিআইবি।

সোমবার দুপুরে ধানমন্ডির নিজস্ব কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে টিআইবির পক্ষ থেকে এ অভিযোগ করা হয়।

সংবাদ সম্মেলনে বলা হয়, সিটি নির্বাচন সুষ্ঠু হয়নি। একটি সুষ্ঠু নির্বাচনের জন্য যে কয়টি উপাদান থাকা দরকার সেগুলো সিটি নির্বাচনে অনুপস্থিত ছিল।

সম্মেলনে আরো বলা হয়, সরকার সমর্থিত প্রার্থীতের পক্ষে নির্বাচন কমিশনের আচরণ ছিল নমনীয়।

Exit mobile version