নির্বাচিত মেয়র-কাউন্সিলরদের শপথ কাল

আগামীকাল বুধবার তিনি সিটি করপোরেশনের নির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের শপথ অনুষ্ঠিত হবে।

সকাল ১০টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে শাপলা হলে এ শপথ অনুষ্ঠান হবে বলে জানিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয় সূত্র।

ঢাকা ও চট্টগ্রামের তিনি সিটি করপোরেশনের নব নির্বাচিত মেয়রদের শপথ পাঠ করাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং কাউন্সিলরদের শপথ পাঠ করাবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।

গত ২৮ এপ্রিল ঢাকা উত্তর ও দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি করপোশনের নির্বাচন সম্পন্ন হয়েছে। ঢাকা উত্তরে আওয়ামী লীগ সমর্থিত আনিসুল হক, দক্ষিণে সাঈদ খোকন এবং চট্টগ্রাম সিটি করপোরেশনে আ.জ.ম নাসির নির্বাচিত হয়েছেন। তিন সিটিতে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন ১৩৪ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর নির্বাচিত হন ৪৫ জন।

Exit mobile version