পাকিস্তানে হেলিকপ্টার বিধ্বস্ত : দুই রাষ্ট্রদূতসহ নিহত ৬

পাকিস্তানে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নরওয়ে ও ফিলিপিন্সের রাষ্ট্রদূত, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার রাষ্ট্রদূতের স্ত্রী এবং দুইজন পাইলট নিহত হয়েছে।

এ ঘটনায় নেদারল্যান্ডের রাষ্ট্রদূত আহত হয়েছেন।

আহতরা জরুরি ভিত্তিতে গিলগিটে অবস্থিত পাকিস্তানের একটি সামরিক হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে হাসপাতালের কর্মকর্তারা জানিয়েছেন।

পাকিস্তানের বেলুচিস্তানে এ দুর্ঘটনা ঘটেছে।

পাকিস্তানের আইএসপিআরে’র ডাইরেক্টর জেনারেল আসিম বাজাওয়া তার টুইট বার্তার মাধ্যমে এদুর্ঘটনার কথা জানিয়েছেন।

পাকিস্তানে এই হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় দুইজন পাইলটও নিহত হয়েছেন। নিহত পাইলটদের নাম মেজর আলতামাস ও মেজর ফয়সাল।

আসিম বাজাওয়া তার টুইট বার্তায় আরো বলেছেন, পাকিস্তানে বিধ্বস্ত হেলিকপ্টারে ১১ জন বিদেশি ও ৬ জন পাকিস্তানি নাগরিক ছিলেন।

৩টি হেলিকপ্টার বিদেশি কূটনীতিক ও তাদের প্রতিনিধিদের নিয়ে বেলুচিস্তানের গিলগিটে যাচ্ছিল।
হেলিকপ্টারে থাকা একজন পেসেঞ্জার জানিয়েছেন, এই হেলিকপ্টারে ৩৭টি দেশের প্রতিনিধিরা ছিলেন। হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার পর একটি স্কুলে আগুন ধরে গিয়েছিল।
একজন সিনিয়ার কর্মকর্তা জানান, তখন তারা বলছিল যে, হাসপাতালে যাওয়ার জন্য আমাদের জন্য এ্যাম্বুলেন্স পাঠান। এটা তখন তাদের জন্য জরুরি মুহূর্ত ছিল।
তখন আহতদেরকে গিলগিটের সামরিক হাসপাতালে নিয়ে যেতে শুরু করে বলে অন্য একজন স্থানীয় পুলিশ কর্মকর্তা জানিয়েছেন।
এসময় পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফও গিলগিটে সফররত ছিলেন।

সূত্র : দ্যা ডন

Exit mobile version