বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য নাসির উদ্দিন আহম্মেদ পিন্টুর মরদেহ দেখতে নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে যাচ্ছেন বিএনপি চেয়ারপারর্সন বেগম খালেদা জিয়া।
সোমবার সকাল ১০টা ২৬ মিনিটে তিনি গুলশানের বাসা থেকে নয়া পল্টনের উদ্দেশে রওয়ানা দিয়েছেন। চেয়ারপারর্সনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শামসুদ্দিন দিদার এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে, সোমবার ভোরে পিন্টুর লাশ হাজারীবাগে তার নিজ বাসায় আনা হয়। এ সময় সেখানে কান্নার রোল পড়ে যায়। এদিকে রোববার বিএনপি এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, সোমবার বেলা সাড়ে ১১টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নাসির উদ্দিন আহম্মেদ পিন্টুর নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, কারাবন্দী বিএনপি নেতা নাসির উদ্দিন আহম্মেদ পিন্টু রোববার দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের হৃদরোগ বিভাগের বিভাগীয় প্রধান ড. রইচ উদ্দিন বলেন, “রোববার দুপুর সোয়া ১২টার দিকে রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে হাসপাতালে আনা হয় পিন্টুকে। তাৎক্ষণিক ইসিজি করা হলে তার হৃদস্পন্দন পাওয়া যায়নি। দুপুর ১২টা ২০ মিনিটে তাকে মৃত ঘোষণা করা হয়।” ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানা ট্র্যাজেডিতে ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জন নিহত হন। এ ঘটনায় ওই বছরের ২৮ ফেব্রুয়ারি লালবাগ থানায় করা হত্যা মামলায় পিন্টুকেও আসামি করা হয়। পিলখানা হত্যা মামলার রায়ে ১৫২ জনকে ফাঁসি, পিন্টু ও আওয়ামী লীগ নেতা তোরাব আলীসহ ১৬১ জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ২৭১ জনকে খালাস দেওয়া হয়েছে। রাজধানীর লালবাগের আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত বিশেষ আদালত। বর্তমানে সেই মামলায় তিনি রাজশাহী কেন্দ্রীয় কারাগারে ছিলেন। পিন্টু ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমাও দিয়েছিলেন।