পুলিশের হামলা: সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার ঝড়

বর্ষবরণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নারী লাঞ্ছনার ঘটনায় দোষীদের গ্রেপ্তারের দাবিতে মিছিলে পুলিশের বেধড়ক লাঠিপেটার ঘটনায় সামাজিক যোগাযোগের মাধ্যমে ব্যাপক আলোচনা সমালোচনা চলছে।
বাংলাদেশে সামাজিক যোগাযোগ মাধ্যম, বিশেষ করে ফেইসবুকে রোববার সন্ধ্যা থেকেই এ ঘটনা এবং কয়েকটি ছবি ব্যাপকহারে শেয়ার হয়।
সঙ্গে ছিল বিষয়টির বিভিন্ন পর্যালোচনা, ব্যাখ্যা, আর সমালোচনা।
সবচেয়ে আলোচিত ছবিগুলোর একটিতে দেখা যায়, একজন ছাত্রীর চুলের মুঠি ধরে আছে একজন পুলিশ সদস্য।
পরের ছবিতে দেখা যায়, ঐ ছাত্রী মাটিতে পড়ে আছেন, তাকে চারদিকে ঘিরে পেটাচ্ছে পুলিশ।

ছাত্র ইউনিয়নের সভাপতি হাসান তারেককে পেটাচ্ছে পুলিশ
শিক্ষার্থীদের লাঠিপেটা করা ছাড়াও, রাস্তায় বসে পড়া শিক্ষার্থীদের হঠাতে তাদের ওপর গাড়ি নিয়ে চড়াও হতে দেখা যায় পুলিশকে।
এছাড়া, শিক্ষার্থীরা পুলিশদের দিকে ঢিল ছুড়ছে, এমনটি দেখা যায় একটি ছবিতে।
এছাড়া কয়েকজন ছাত্রকে গালি দিতে দিতে পুলিশ সদর দপ্তরের ভেতরে নিয়ে যাওয়ার একটি ভিডিও দেখা যায়।
বর্ষবরণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নারী লাঞ্ছনার ঘটনায় দোষীদের গ্রেপ্তার এবং একই দাবিতে রোববার ডিএমপি কার্যালয় ঘেরাও করতে যাওয়া মিছিলে পুলিশের বেধড়ক লাঠিপেটার প্রতিবাদে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে বিক্ষোভ করছে ছাত্র ইউনিয়ন।
রোববার ঐ সংঘর্ষের ঘটনায় সামাজিক যোগাযোগের মাধ্যমে ব্যাপক আলোচনা সমালোচনা চলছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত কেন্দ্রীয় কর্মসূচীতে সংগঠনটি অভিযোগ করে, নিপীড়নকারীদের ধরতে পুলিশের ব্যর্থতা চাপা দিতেই আগ্রাসী হয়ে ওঠে আইনশৃঙ্খলা বাহিনী।
এপ্রিল মাসে বাংলা নববর্ষের দিনে উদযাপনের ভিড়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় যৌন হয়রানির এক ঘটনার পর ২৬ দিন পেরিয়ে গেলেও এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

সূত্রঃবিবিসি

Exit mobile version