এর পরপরই খালেদা জিয়ার বাসায় যান তাবিথ আউয়াল, তার মা, ছোট ভাই ও স্ত্রী।
সেখান থেকে বেরিয়ে তাবিথ জানিয়েছেন, বিএনপির পক্ষ থেকে সমর্থন দেয়ায় তারা দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ধন্যবাদ দিয়েছেন।
তাবিথ জানান, তিনি ঢাকাকে ‘আন্তর্জাতিক শহরে’ পরিণত করার পরিকল্পনা রেখে তার নির্বাচনী ইশতেহার তৈরি করছেন। শিগগিরই তিনি প্রচারণায় নামবেন।
তিনি আরো জানান, খালেদা জিয়া তার পক্ষে প্রচারণায় নামার কথা বলেছেন। এছাড়া প্রচারণায় তার সঙ্গে থাকবেন তার বাবা খালেদা জিয়ার উপদেষ্টা আব্দুল আউয়াল মিন্টু, তার মা নাসরিন ফাতেমা আউয়াল, ভাই তাফসির আউয়ালকে ও স্ত্রী সোহেলী।
উল্লেখ্য, তাবিথের স্ত্রী সোহেলী প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা গওহর রিজভীর মেয়ে। আর উত্তরে আওয়ামী লীগ সমর্থিত শক্ত প্রার্থী আরেক ব্যবসায়ী আনিসুল হক। ফলে একদিকে আনিসুলের পক্ষে আওয়ামী লীগ নেতারা অন্যদিকে বিএনপি সমর্থিত প্রার্থীর পক্ষে আওয়ামী লীগের ঘরের মেয়ে যখন প্রচারণায় নামবেন সেই দৃশ্য দেখার জন্য উন্মুখ হয়ে আছে ঢাকাবাসী।