মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের ফাঁসির রায় কার্যকরের সব প্রস্তুতি শেষ হয়েছে।
ইতিমধ্যে গোসল শেষে নামাজ আদায় করেছেন কামারুজ্জামান।
এরপর স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে।
তওবা পড়ানোর জন্য একজন ইমাম কারাগারে প্রবেশ করেছেন। এছাড়া ফাঁসি সংশ্লিষ্ট সব কর্মকর্তারা কারাগারে প্রবেশ করেছেন। এদেরমধ্যে রয়েছেন কারা প্রশাসনের মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দীন,অতিরিক্ত কারা মহাপরিদর্শক।