ফ্রান্সে সন্ত্রাসী হামলার নিন্দা প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফ্রান্সের লিয়ন শহরের কাছে একটি গ্যাস কারখানায় সন্ত্রাসী হামলার কঠোর নিন্দা জানিয়েছেন। গতকাল শনিবারে বিস্ফোরণের ঘটনায় সেখান থেকে মাথা বিচ্ছিন্ন অবস্থায় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়। ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওঁলাদকে পাঠানো এক বার্তায় শেখ হাসিনা বলেন, ‘নিষ্ঠুর সন্ত্রাসী বাহিনী পুনরায় যে কাপুরোচিত হামলা চালিয়েছে তা সভ্য মানবতার সম্মিলিত প্রচেষ্টায় অবশ্যই সম্পূর্ণ নির্মূল করতে হবে।’

বাংলাদেশের মানুষ সন্ত্রাস এবং যে কোন প্রকার জঙ্গি উগ্রবাদের বিরুদ্ধে অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে প্রধানমন্ত্রী বলেন, ‘এই লড়াইয়ে ফ্রান্সের বন্ধুপ্রতীম জনগণের পাশে দৃঢ়ভাবে রয়েছে।’ তিনি বলেন, ‘আমরা ফরাসী জনগণ এবং বিশেষ করে সন্ত্রাসী হামলায় হতাহতদের নিকট ও আপনজনদের প্রতি গভীর শোক ও আন্তরিক সহানুভূতি জানাচ্ছি।’

শেখ হাসিনা সন্ত্রাসবাদ ও উগ্রবাদের বিরুদ্ধে তাঁর সরকারের জিরো টলারেন্সের কঠোর নীতির কথাও পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, ‘আমরা বিশ্বের সভ্য, গণতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ মানুষ সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে আমাদের লড়াই অব্যাহত রাখব। ধর্ম-বর্ণ ও জাতি-গোষ্ঠী নির্বিবাদে এদের একমাত্র পরিচয় হবে সন্ত্রাসী।’

লিয়নের প্রায় ৩০ কিলোমিটার দূরে সেন্ট কোয়েটিন ফ্যালাভিয়ারে ইউএস মালিকানাধীন একটি কারখানায় বিস্ফোরণে দু’ব্যক্তি আহত হন।

Exit mobile version