বরিশালে আদালতে আগুন

বরিশালের মেহেদিগঞ্জে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের টিনশেট এজলাস ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় চার-পাঁচটি কক্ষ আগুনে ভস্মীভূত হয়।

বৃহস্পতিবার রাত ১০টার দিকে নগরীর জেলা জজ আদালত চত্বরে জ্যেষ্ঠ বিচারিক হাকিম শাহিনুর বেগমের এজলাসে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের ফায়ারম্যান রিয়াজুল ইসলাম জানান, ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে এনেছে।

নগরীর কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন জানান, রাত ১০টার দিকে এজলাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সে সময় এজলাসে কেউ ছিলেন না। তাই হতাহতের ঘটনা ঘটেনি।

তিনি জানান, আগুনে এজলাসের আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ নথি পুড়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিভিয়ে ফেলে।

Exit mobile version