বাংলাদেশকে আনুষ্ঠানিক কৃতজ্ঞতা জানালো নেপাল

8

সম্প্রতি নেপালে ঘটে যাওয়া ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য বাংলাদেশ থেকে সহায়তা পাঠানোয় নেপাল সরকারের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানানো হয়েছে। আজ শুক্রবার বিকেল ৫টায় রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে অনুষ্ঠিত এক বৈঠক শেষে নেপাল কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ড. চিরঞ্জীবি নেপাল প্রধানমন্ত্রী সুশীল কৈরালার পক্ষে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমানের হাতে এ কৃতজ্ঞতাপত্র তুলে দেন।

এর আগে দ্বিপাক্ষিক বৈঠকে দু’দেশের আর্থিক সম্পর্কিত বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। বাংলাদেশ ব্যাংক গভর্নর সচিবালয়ের মহাব্যবস্থাপক এএসএম আসাদুজ্জামান এ তথ্য জানান।

বাংলাদেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে ৫৬ হাজার ৩শ ২৮টি কম্বল, ৫ হাজার ৫০৭টি তাবু ও ২ হাজার ৩৭৬টি ব্যাগ ও কার্টন গত ২৬ এপ্রিল নেপাল রাষ্ট্র ব্যাংকের গভর্নর বরাবর পাঠানো হয়। গত ২৫ এপ্রিল নেপালের স্মরণকালের ভয়াবহ ভূমিকম্পে ১০ হাজারের বেশি মানুষ মারা যায়