বাংলাদেশ কোস্টগার্ডের ওয়েবসাইট হ্যাক করেছে পাক সাইবার পাইরেটস নামে পাকিস্তানী একটি হ্যাকার গ্রুপ।
বাংলাদেশী হ্যাকারদের পাকিস্তানী ওয়েবসাইট হ্যাকিংয়ের প্রতিবাদে ওয়েবসাইট হ্যাক করা হয়েছে বলে বার্তাও দিয়েছে পাক সাইবার পাইরেটস।
www.coastguard.gov.bd এই ঠিকানায় পাক সাইবার পাইরেটস তাদের বার্তায় বলেছে, ‘বাংলাদেশী ভাইদের সালাম। তোমাদের কয়েকজন পাক সাইবার স্পেসে হানা দেওয়ার চেষ্টা করেছে। আমরা সতর্ক করার পরও তারা একই কাজ করে যাচ্ছে।’
এ জন্যই কোস্টগার্ডের সাইটটি হ্যাক করা হয়েছে বলে জানিয়েছে গ্রুপটি।
বাংলাদেশের জনগণকে ভাইয়ের মতো মনে করে বলেও ওই বার্তায় হ্যাকার গ্রুপটি জানিয়েছে।
এ ব্যাপারে বাংলাদেশ কোস্টগার্ডের গোয়েন্দা শাখার প্রধান কামরুজ্জামান বলেন, ‘পাক সাইবার পাইরেটস নামে পাকিস্তানী একটি হ্যাকার গ্রুপ আমাদের সাইট হ্যাক করেছে। আমরা সাইট পুনরুদ্ধারে কাজ শুরু করেছি। আশা করি দ্রুত আমরা সফল হব।’
তিনি আরও বলেন, ‘এখন সরাসরি কোস্টগার্ডের সাইটে ঢোকা যাচ্ছে না। তবে গুগল সার্সিংয়ের মাধ্যমে ঢোকা যাচ্ছে।’