বুধবার শেষ হচ্ছে বাজেট অধিবেশন

টানা ২৭ কার্য দিবস পর শেষ হচ্ছে বাজেট অধিবেশন। বুধবার (০৮ জুলাই) ২৭তম কার্য দিবস শেষে দশম জাতীয় সংসদে দ্বিতীয় বাজেট অধিবেশনের সমাপ্তি ঘোষণা করবেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

যদিও অধিবেশন সমাপ্তি সংক্রান্ত রাষ্ট্রপতির আদেশ পাওয়ার পরেই স্পিকার এ ঘোষণা জানাবেন।

জাতীয় সংসদ সচিবালয় থেকে পাঠানো দিনের কার্যসূচি অনুযায়ী বুধবার প্রথম আধাঘণ্টা প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তরকাল। এরপর রয়েছে, অন্যান্য মন্ত্রীদের প্রশ্নোত্তরকাল। এছাড়া রফতানি উন্নয়ন ব্যুরো বিল-২০১৫ পাস হওয়ার কথা রয়েছে।

এছাড়াও ‘নিম্নআয়ের দেশ’ থেকে ‘নিম্নমধ্যম আয়ের দেশ’-এ উন্নীত হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাতে প্রস্তাব সাধারণের ওপর সাধারণ আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। প্রস্তাবটি উত্থাপন করবেন সাবেক মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক (টাঙ্গাইল-১)।

দশম জাতীয় সংসদের দ্বিতীয় বাজেট অধিবেশন শুরু হয়, ১ জুন। এর মধ্যে ৪ জুন সংসদে ২০১৫-১৬ অর্থবছরের বাজেট পেশ করেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। গত ২৯ জুন পর্যন্ত প্রস্তাবিত বাজেটের ওপর ৫৮ ঘণ্টা সাধারণ আলোচনা শেষে ৩০ জুন বাজেট পাস হয়। দেশের ইতিহাসে সর্ববৃৎ আকারের ২ লাখ ৯৫ হাজার ১০০ কোটি বাজেট পাস হয়, বিরোধীদল জাতীয় পার্টির পূর্ণ সমর্থন নিয়ে।

বাজেট অধিবেশন শুরু আগে কার্য উপদেষ্টা কমিটির বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, ৯ জুলাই বাজেট অধিবেশন শেষ হওয়ার কথা থাকলেও তা একদিন এগিয়ে আনা হয়।

এর আগে বাজেট পাসের দিন অর্থাৎ ৩০ জুন অধিবেশন শেষে স্পিকার তার কার্যালয়ে সাংবাদিকদের জানিয়েছিলেন, ৮ জুলাই শেষ হচ্ছে, বাজেট অধিবেশন।

এর মধ্যে দিয়ে দশম জাতীয় সংসদে ৬ষ্ঠ অধিবেশনের সমাপ্তি হবে।

Scroll to Top