রাজশাহী সিটি করপোরেশনের মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলের সাময়িক বরখাস্তের আদেশ বহাল রেখেছেন সুপ্রিমকোর্টের চেম্বার বিচারপতি।
এর আগে স্থানীয় সরকার মন্ত্রণালয় কর্তৃক বুলবুলের বরখাস্তের আদেশ স্থগিত করছিলেন হাইকোর্ট।
হাইকোর্টের সেই আদেশ আজ বৃহস্পতিবার স্থগিত করেছেন চেম্বার বিচারপতি। এর ফলে তার বরখাস্তের আদেশ বহাল রইলো।
চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বৃহস্পতিবার এ আদেশ দেন। হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে সরকার পক্ষ চেম্বার বিচারপতির কাছে আবেদন করলে শুনানি শেষে আদালত এ আদেশ দেন।