যাত্রী হয়রানির জের ধরে বেনাপোল স্থলবন্দরে ইমিগ্রেশন পুলিশ ও শ্রমিকদের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এই ঘটনায় বন্দরে সব ধরনের আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে।
ফের সংঘর্ষের আশঙ্কায় জারি করা হয়েছে ১৪৪ ধারা।
সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত বেশ কয়েকজন গুলিবিদ্ধ ও আহত হওয়ার খবর পাওয়া গেছে।
এদের মধ্যে বেনাপোল পৌর কাউন্সিলর রাশেদ আলীসহ স্থানীয় একজন সাংবাদিকও রয়েছেন।
পুলিশ জানায়, রোববার দুপুরে এই সংঘর্ষের সূত্রপাত হয়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলে থমথমে অবস্থা বিরাজ করছে।