ভোলার মনপুরায় মেঘনা নদীতে দেড় শতাধিক যাত্রী নিয়ে ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এঘটনায় শিশুসহ ৫ জনের লাশ উদ্ধার করা হয়েছে। আহত অবস্থায় হাসপাতালে ভর্তি আছে ২৫ জন এবং এখনো অর্ধশতাধিক যাত্রী নিখোঁজ রয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০টায় নহিম মাঝির ট্রলারটি দেড় শতাধিক যাত্রী নিয়ে মনপুরার কলাতলী থেকে ছেড়ে কাটাখাল ও ঢালচরের মাঝামাঝি পৌঁছলে প্রচন্ড স্রোতের কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়।
ঘটনাস্থল থেকে শিশুসহ ৫ জনের লাশ উদ্ধার করা হয়েছে। ট্রলার থেকে বের হতে গিয়ে আহত হয়েছেন আরো ২৫ জন। তাদেরকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এঘটনায় এখন পর্যন্ত অন্তত অর্ধ শতাধিক যাত্রী নিখোঁজ রয়েছেন।
মনপুরা থানার ওসি হানিফ শিদকার জানান, লাশের সংখ্যা আরো বাড়তে পারে।
এঘটনার পর ভোলা জেলা প্রশাসক সেলিম রেজা ও কোস্টগার্ড কমান্ডার দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন।