ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ৭ উইকেটে হারিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। বাংলাদেশ ক্রিকেট দলের এ জয়ে অভিনন্দন জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইয়ের সদস্য শামসুদ্দিন দিদার খেলা শেষে বিষয়টি জানান।
উল্লেখ্য, এই জয়ে দক্ষিণ আফ্রিকার সঙ্গে সিরিজে সমতা আনল টাইগাররা। সিরিজের শেষ ম্যাচ ১৫ জুলাই অনুষ্ঠিত হবে চট্টগ্রামের জহুর আহমেদ স্টেডিয়ামে।