মির্জা আব্বাস ‘মগ’, খোকন ‘ইলিশ’

খোকন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত মেয়র পদপ্রার্থী সাঈদ খোকন নির্বাচনী প্রতীক পেয়েছেন ‘ইলিশ’। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস পেয়েছেন ‘মগ’।
আজ শুক্রবার সকাল ১০টা থেকে মহানগর নাট্য মঞ্চের কাজী বশির মিলনায়তনে নির্বাচন কমিশন বৈধ প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া শুরু করে। শেষ খবর পাওয়া পর্যন্ত প্রতীক বরাদ্দ চলছে।
প্রতীক বরাদ্দ পাওয়ার পর মির্জা আব্বাসের কর্মী-সমর্থকেরা মিলনায়তনের ভেতরেই স্লোগান দেওয়া শুরু করলে নির্বাচন কমিশন তাঁদের নিবৃত্ত করে। এ সময় মির্জা আব্বাস উপস্থিত ছিলেন না।
নিজের প্রতীক বরাদ্দ পাওয়ার পর সাঈদ খোকন নিজের কর্মী-সমর্থকদের নিয়ে সেখান থেকে বেরিয়ে যান।
দক্ষিণ সিটিতে মেয়র পদে মেয়র পদের ভোটযুদ্ধে ২০ জন টিকে রয়েছেন। তাঁদের মধ্যে আছেন আওয়ামী লীগ-সমর্থিত মোহাম্মদ সাঈদ (সাঈদ খোকন), বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস উদ্দিন আহমেদ, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এস এম আসাদুজ্জামান (রিপন), সাবেক সাংসদ গোলাম মাওলা (রনি), জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ সাইফুদ্দিন প্রমুখ।

নির্বাচন কমিশন সচিবালয় জানায়, ঢাকা দক্ষিণ সিটিতে ৫৭টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে প্রার্থীর সংখ্যা ৩৮৬ জন ও সংরক্ষিত পদে ৯৫ জন। সাধারণ ওয়ার্ডে ২০১ ও সংরক্ষিত পদে ৪৯ জন প্রার্থিতা প্রত্যাহার করেছেন।

Exit mobile version