মোদি ও তার মায়ের জন্য খালেদার উপহার

প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধীদলীয় নেত্রী রওশন এরশাদের মতোই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উপহার দিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এমনকি তিনি ভুল করেননি মোদির মা হীরাবাইকেও উহার দিতে।

জানা গেছে, নরেন্দ্র মোদির মা হীরাবাইয়ের জন্য তাঁতের বোনা জামদানি শাড়ি ও চাদর উপহার দিয়েছেন বেগম খালেদা জিয়া। আর মোদিকে উপহার হিসেবে দিয়েছেন পাঞ্জাবি ও কোটি।

শনিবার রাতে ঢাকায় ভারতীয় হাইকমিশনে এসব উপহার পৌঁছে দেয়া হয় বলে বিএনপি সূত্রে জানা গেছে।

এদিকে মোদি ও খালেদা জিয়ার মধ্যে রোববার বিকেলে হোটেল সোনারগাঁওয়ে বৈঠক হয়। এসময় মোদিকে বাংলাদেশের বতর্মান রাজনীতি সম্পর্কে বিভিন্ন বিষয় তুলে ধরেন। সেই সঙ্গে ঐতিহাসিক বাংলাদেশ সফরে আসায় ভারতীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদও জানান খালেদা জিয়া।

Exit mobile version