যান্ত্রিক বিভাগ সরকারি টাকা নষ্টের আখড়া : আনিসুল হক

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের যান্ত্রিক বিভাগের অব্যবস্থাপনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন মেয়র আনিসুল হক। শনিবার আকস্মিক পরিদর্শনে যান আনিসুল হক। এরপর তিনি তার অফিসিয়াল ফেসবুক পেজে এক স্ট্যাটাস দিয়েছেন।

ফেসবুক স্ট্যাটাসে আনিসুল হক লিখেছেন, সিটি কর্পোরেশনের যান্ত্রিক বিভাগে আচমকা পরিদর্শন করলাম, এ জায়গাটি সরকারি টাকা ও সম্পদ কীভাবে নষ্ট হচ্ছে তার একটি অনন্য দৃষ্টান্ত। প্রতিটি বিভাগে অনিয়মের মাত্রা দেখে আমি অবাক!

সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন কঠোর হস্তে এগুলো দমন করতে পারি।

এ বিষয়ে জানতে চাইলে আনিসুল হক বলেন, এতোটা অব্যবস্থাপনা টিকে থাকতে পারে না। এভাবে সম্পদ নষ্ট আর টাকা নষ্ট হতে দেয়া যায় না, এতে আমি কোনো ছাড় দেবো না।

Exit mobile version