চলমান অবরোধের পাশাপাশি গুম, খুন, অত্যাচার, নির্যাতন, অপহরণ, জেল-জুলুম, অন্যায়ভাবে রিমান্ডে নেওয়া এবং বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদকে গ্রেফতারের প্রতিবাদে এবং তার মুক্তির দাবিতে রোববার সকাল ৬টা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত দেশব্যাপী ৭২ ঘণ্টার হরতালের ডাক দিয়েছে ২০ দলীয় জোট।
শনিবার বেলা পৌনে ১১ টার দিকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতির মাধ্যমে বিএনপির যুগ্ম মহাসচিব বরকত উল্লাহ বুলু এ হরতাল কর্মসূচির ঘোষণা দেন।
রোববার সকাল ৬ টা থেকে বুধবার সকাল ৬ টা পর্যন্ত এ হরতাল চলবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।