রাজধানীসহ সারাদেশে বজ্রাঘাতে নিহত ৯

রাজধানীসহ সারা দেশে বিভিন্নস্থানে বজ্রাঘাতে কৃষক, স্কুলছাত্র ও নারীসহ মোট ৯ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত রাজধানীর চন্দ্রিমা উদ্যানে ক্রিকেট খেলা অবস্থায় বাদল (১৪) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। তবে ওই যুবকের নাম ব্যতীত বিস্তারিত পরিচয় এখনো পর্যন্ত পাওয়া যায়নি।

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় শহিদুল্লা (১৩) নামে এক স্কুল ছাত্র এবং ইঞ্জিন মিয়া (৪০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

গাজীপুরের শ্রীপুর এলাকায় মাঠে কাজ করার সময় নিহত ২ জন এবং আহত হয়েছ ৩ জন। তবে তাদের নাম পরিচয় এখনো জানা যায়নি।

সিলেটের জৈন্তাপুর এলাকায় মায়ারুন (৪৫) নামে এক নারী এবং মৌলভীবাজারে সফর মিয়া (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

ঝিনাইদহে ইন্তাজ আলী (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

টাঙ্গাইলের দেলদুয়ারে আরিফ হোসেন (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তার সঙ্গে আহত হয়েছে আরো দুই যুবক।

Exit mobile version