আলোচিত শিশু সামিউল আলম রাজন হত্যা মামলায় মূল অাসামি কামরুলসহ ৪ আসামিকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড প্রদান করেছেন আদালত। এছাড়া যাবজ্জীবন সাজা প্রদান করা হয়েছে অপর ১ আসামিকে।
রোববার বেলা বারোটা ৪০ মিনিটে সিলেট মহানগর দায়রা জজ আকবর হোসেন মৃধা রায় ঘোষণা করেন।
রায় ঘোষণা উপলক্ষে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয় সিলেটের আদালতপাড়া। আলোচিত এ হত্যা মামলার রায়কে কেন্দ্র করে আদালত প্রাঙ্গণে ভিড় করে উৎসুক জনতা।
বিচার শুরুর পর ১৬ কার্যদিবসের মধ্যে রোববার (০৮ নভেম্বর) এ মামলার রায় ঘোষণা হয়।