রামপুরার হতাহতের ঘটনায় তদন্ত কমিটি

রাজধানীর রামপুরায় দ্বিতল ভবন দেবে হতাহতের ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বুধবার রাত সোয়া ১০টা দিকে জেলা প্রশাসক তোফাজ্জল হোসেন জানান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলামের নেতৃত্বে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। আশা করা হচ্ছে কমিটি তিন থেকে পাঁচ দিনের মধ্যে রিপোর্ট দিতে পারবে।

রিপোর্ট অনুযায়ী দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ভবন দেবে যাওয়ার ঘটনায় রাত ১০টা পর্যন্ত ১১ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধার কাজ চলছে। এদিকে এ ঘটনায় ক্ষতিগ্রস্ত ও স্বেচ্ছাসেবীদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করার ঘোষণা দিয়েছে জেলা প্রশাসন।

Scroll to Top