রাজধানীর রামপুরায় হাজীপাড়া নতুন রাস্তার বউ বাজার এলাকায় দুর্ঘটনাস্থল পরির্দশন করেছেন ঢাকা উত্তর সিটি নির্বাচনের দুই মেয়র প্রার্থী তাবিথ আউয়াল ও আনিসুল হক।
বুধবার (১৫ এপ্রিল) রাত ১২টার পর দুর্ঘটনাস্থলে আসেন বিএনপি সমর্থিত উত্তরের মেয়র প্রার্থী তাবিথ আউয়াল।
এ সময় তিনি দুর্ঘটনায় হতাহতদের পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন।
এর প্রায় আধাঘণ্টা পর আসেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আনিসুল হক। তিনিও হতাহতদের পরিবারের লোকজনকে সান্ত্বনা দিয়ে বলেন, আমরা সবাই মিলে ক্ষতিগ্রস্তদের সাহায্য করব।
এ সময় তার সঙ্গে ছিলে ঢাকা উত্তর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আনিসুজ্জামান রানাসহ অন্যান্যরা।
এরআগে বিকেল ৩টার দিকে হাজীপাড়া নতুন রাস্তার বউ বাজার এলাকায় টিনশেড ঘর দেবে একই পরিবারের ৪ জনসহ ১২ জন নিহত হয়। নিখোঁজ রয়েছে ২০ জনের মতো।
তাদের উদ্ধারে ফায়ার সার্ভিসের কর্মী ও ডুবুরিরা তৎপরতা অব্যাহত রেখেছেন।