রায়ের পূর্ণাঙ্গ কপি হাতে পাওয়ার পর রিভিউ : মাহবুব

মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদকে দেওয়া ট্রাইব্যুনালের মৃত্যুদণ্ডের রায় সুপ্রিম কোর্টের আপিল বিভাগ বহাল রাখলেও শেষ পর্যন্ত আইনি লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন মুজাহিদের আইনজীবীরা।

মঙ্গলবার রায়ের প্রতিক্রিয়ায় এডভোকেট খন্দকার মাহবুব হোসেন বলেছেন, যে অভিযোগের ভিত্তিতে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে সেই হত্যাকাণ্ডের সুনির্দিষ্ট অভিযোগ তারা আনতে পারেনি। এখানে ঢালাওভাবে অভিযোগ আনা হয়েছে।

তিনি বলেন, রায়ের পুর্ণাঙ্গ কপি হাতে পাওয়ার পর আমরা রিভিউ করবো। আমরা আশাবাদী সেখান থেকে সঠিক সিদ্ধান্ত বেরিয়ে আসবে।

Exit mobile version