শাহাজালাল থেকে সোনারগাঁও, মোদি নিজেকে দেখবেন আয়না ছাড়াই

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সোনারগাঁও হোটেল। পুরো রাজপথ জুড়ে নরেন্দ্র মোদি নিজেকে দেখবেন আয়না ছাড়াই।

 

মাতৃভূমিতেও এভাবে নিজেকে কতোটা দেখেছেন তা বলা মুশকিল। তবে ঢাকার রাজপথ তাকে বার বার মনে করিয়ে দেবে বিরল সম্মানে নিজেকে দেখার কথা।

রাজপথে নিজেকে দেখার পাশাপাশি দেখতে পাবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। কোথাও আবার মমতা ব্যানার্জিকেও দেখার সুযোগ হবে চকচকে ছবিতে। মোদির চোখে পড়বে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে তাকে কতটা সম্মান দিচ্ছে বাংলাদেশ।

৬ জুন (শনিবার) দুইদিনের সফরে বাংলাদেশে আসবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ উপলক্ষে রাজধানীর গুরুত্বপূর্ণ এ সড়ক ফুটপথমুক্ত হয়েছে কয়েকদিন আগেই। রাস্তার আইল্যান্ডের মাঝখানে ভিন্ন ভিন্ন ঢংয়ে ছবিতে শোভা পাচ্ছেন মোদি। তাকে বাংলাদেশের পক্ষে স্বাগত জানানো হয়েছে বাংলা ও ইংরেজি অক্ষরের ছোঁয়ায়।

Exit mobile version