শিবচরে আ’লীগের দুই গ্রুপের সংঘর্ষে নিহত ২

মাদারিপুর জেলার শিবচরে আধিপত্য বিস্তার নিয়ে স্থানীয় আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে দু’জন নিহত হয়েছেন। উপজেলার কুতুবপুর ইউনিয়নের মাতুব্বরকান্দি গ্রামে মঙ্গলবার ভোর সাড়ে ৬টার দিকে সংঘর্ষের এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন ওই গ্রামের দলিল উদ্দিন মাতুব্বরের ছেলে যুবলীগকর্মী আরশেদ মাতুব্বর (৩৪) ও মো. মান্নান ঘরামীর ছেলে শাহজাহান ঘরামী (৪৫)।
শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক মাহবুব আবীর রাজিব বলেন, সকাল ৮টার দিকে গুলিবিদ্ধ দু’জনকে হাসপাতালে আনা হয়। হাসপাতালে আনার আগেই তারা মারা গেছেন। তাদের শরীরে একাধিক গুলির চিহ্ন পাওয়া গেছে।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একটি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, আবদুস সাত্তার জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে গোলাগুলি হয়। এ সময় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই দুজন নিহত হন। পুলিশ ঘটনাস্থলে গেছে। লাশ উদ্ধারের কাজ চলছে।

এ ঘটনার পর পুরো এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। তবে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আছে বলেও জানান ওসি।

Exit mobile version