সারাদেশে টানা বর্ষণে জনজীবন বিপর্যস্ত

কয়েকদিনের ভারি বর্ষণে রাজধানী ঢাকাসহ সারাদেশে জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়েছে। শুধুমাত্র কক্সবাজার ও বান্দরবানে ঢল ও পাহাড় ধসে অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। কক্সবাজারে বন্যা পরিস্থিতি ক্রমেই অবনতি হচ্ছে।

বৃষ্টির কারণে চট্টগ্রাম, রাজশাহী, কুমিল্লা, চাঁদপুর, ফরিদপুর ও ঝিনাইদহসহ দেশের বিভিন্ন এলাকায় পানি জমে যান চলাচলে বিঘœ ঘটছে। নিচু এলাকা তলিয়ে যাওয়ায় পানি ঢুকেছে বহু ঘরবাড়িতে।

দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু সক্রিয় থাকায় আরও অন্তত একদিন দেশের বিভিন্ন এলাকায় ভারি বৃষ্টি চলতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

Exit mobile version