আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ভারতে সালাহ উদ্দিন আহমদের সন্ধান পাওয়ায় প্রমাণ হয়েছে তার গুমের বিষয়ে বিএনপি এতোদিন মিথ্যাচার করেছে।”
মঙ্গলবার দুপুরে তিনি সাংবাদিকদের একথা জানান।
এরআগে মঙ্গলবার দুপুরের দিকে সালাহ উদ্দিন আহমদের স্ত্রী হাসিনা আহমদ সাংবাদিকদের জানিয়েছেন, ভারতের একটি জায়গা থেকে তার (সালাহ উদ্দিন)সঙ্গে আমার কথা হয়েছে। তাকে চোখ বেঁধে ফেলা রাখা হয়েছে।
সাড়ে ১১টার দিকে সালাহ উদ্দিনের সঙ্গে কথা বলার পর তিনি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করেন।
প্রসঙ্গত, গত ১০মার্চ উত্তরার একটি বাসা থেকে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে সালাহ উদ্দিন আহমদকে তুলে নিয়ে যাওয়া হয়।এরপর থেকে আর সন্ধান মেলেনি।