সিটি নির্বাচনে অনিয়মের তদন্ত, বিচার দাবি অস্ট্রেলিয়া ও কানাডার

ঢাকা উত্তর, দক্ষিণ ও চট্টগ্রাম সিটি করপোরেশনের বিতর্কিত নির্বাচনের অনিয়ম, ভোট জালিয়াতি,  অবৈধ কর্মকাণ্ড ও সহিংসতার দ্রুত নিরপেক্ষ তদন্ত ও বিচারের দাবি জানিয়েছে অস্ট্রেলিয়া ও কানাডা।

বৃহস্পতিবার বিকেলে ঢাকাস্থ অস্ট্রেলিয়া ও কানাডা দূতাবাস এক বার্তায় এ দাবি জানায়।

অস্ট্রেলিয়া ও কানাডা দূতাবাস জানায়, চলমান রাজনৈতিক সংকটের প্রেক্ষিতে সরকার ও বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে সম্পর্ক উন্নয়ন ও গণতান্ত্রিক প্রক্রিয়া নিবিড় করার অন্যতম সেতু ছিল এ নির্বাচন।

দেশ দুটির মতে, বাংলাদেশের মানুষ গণতন্ত্র, ন্যায়বিচার, মানবাধিকার ও শান্তিপূর্ণ পরিবেশ চায়। তাদের এ চাওয়ার প্রতি অস্ট্রেলিয়া ও কানাডার সমর্থন রয়েছে। সামনের দিনগুলোতেও দেশ দুটি বাংলাদেশের মানুষের পক্ষে থাকবে।

একইসঙ্গে নির্বাচনী অনিয়মের সঙ্গে জড়িতদের বিচারের মুখোমুখি করে ন্যায়বিচার নিশ্চিতেরও আহ্বান জানানো হয়েছে বিবৃতিতে।

বার্তায় আরো উল্লেখ করা হয়, সদ্য অনুষ্ঠিত ঢাকা ও চট্টগ্রামের তিন সিটি করপোরেশন নির্বাচনে সংঘটিত অনিয়ম, অবৈধ কর্মকা- ও সহিংস ঘটনায় অস্ট্রেলিয়া ও কানাডা উদ্বেগ প্রকাশ করছে।

Scroll to Top