সিলেটে ব্লগারকে কুপিয়ে হত্যা

সিলেট গণজাগরণ মঞ্চের সংগঠক ব্লগার অনন্ত বিজয় দাশকে হত্যা করেছে সন্ত্রাসীরা। সিলেট নগরীর সুবিদ বাজার এলাকায় তার বাসার সামনে আজ সকালে এই ঘটনা ঘটে।

তিনি মুক্তমনা ব্লগের একজন নিয়মিত লেখক। এছাড়াও তিনি বিজ্ঞান ও বিজ্ঞানমনস্কতার ছোট কাগজ ‘যুক্তি’র সম্পাদক ছিলেন। আজ সকাল ৮:৫০ মিনিটে তিনি ফেসবুক অ্যাকাউন্টে সর্বশেষ স্ট্যাটাস দেন।

নিহত ব্লগারের লাশ সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ মর্গে রাখা হয়েছে।

মুক্তমনা ব্লগার হওয়ায় একাধিকবার তাকে হত্যার হুমকি দেওয়া হয়। মৌলবাদীরা আগে থেকেই টার্গেট করে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে তার সহকর্মীরা দাবি করেন।

এর আগে গত ২৬ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মোড়ে দুর্বৃত্তদের হামলায় প্রাণ হারান এই ব্লগের প্রতিষ্ঠাতা অভিজিত। তার স্ত্রী রাফিদা আহমেদ বন্যাও হামলার শিকার হন।

Exit mobile version