সোনাগাজীতে যুবলীগ কর্মীকে গুলি করে হত্যা

ফেনীর সোনাগাজীতে আজিজুল হক (২৫) নামে এক যুবলীগ কর্মীকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। গতকাল সোমবার রাত ১০টার দিকে উপজেলার সদর ইউনিয়নের সোনাপুর বাজারে এ ঘটনা ঘটে। একই ঘটনায় স্বপন ও হুমায়ূন নামে আরো দুজন গুলিবদ্ধি হয়েছে। পুলিশ একজনকে আটক করেছে।
পুলিশ ও দলীয় সূত্র জানায়, গতকাল রাত ৯টার দিকে যুবলীগ কর্মী আজিজুলসহ কয়েকজন কর্মী সোনাগাজী সদর ইউনিয়নের সোনাপুর বাজার এলাকায় বসে কথা বলছিলেন। এ সময় কয়েকজন দুর্বৃত্ত খুব কাছ থেকে গুলিবর্ষণ করে। এতে তিনজন আহত হয়। মারাত্মক আহত অবস্থায় আজিজুলকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ফেনী সদর হাসপাতালে নেওয়া হলে ডাক্তার তাঁকে মৃত ঘোষণা করেন। আহত হুমায়ূনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল ও স্বপনকে ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত আজিজ স্থানীয়ভাবে ফেনী-২ আসনের এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারীর অনুসারী যুবলীগ কর্মী বলে পরিচিত ছিলেন। যে এলাকায় ঘটনা ঘটে সেটি ফেনী-৩ আসনের স্বতন্ত্র এমপি রহিমউল্যাহ অধ্যুষিত এলাকা বলে পরিচিত। এ ঘটনার জন্য দলের পক্ষ থেকে রহিমউল্যাহ ও তাঁর লোকজনকে দায়ী করা হয়। উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রুহুল আমিন বলেন, রহিম উল্যাহর লোকজন পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। আমিরাবাদ ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহসাধারণ সম্পাদক জহিরুল আলম বলেন, ‘আমাদের কর্মীরা সাংগঠনিক কাজে সেখানে গেলে রহিমের ক্যাডাররা হামলা চালিয়ে এ ঘটনা ঘটায়।’ সোনাগাজী থানার ওসি (ভারপ্রাপ্ত কর্মকর্তা) নবির হোসেন বলেন, এ ঘটনায় জড়িতদের ধরতে চেষ্টা চালাচ্ছে পুলিশ। সোনাপুর বাজারে পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও তিনি জানান। এদিকে এ ব্যাপারে এমপি রহিম উল্যাহর বক্তব্য জানতে মোবাইল ফোনে চেষ্টা করা হলেও পাওয়া যায়নি। রাতে এ ঘটনার প্রতিবাদে একটি বিক্ষোভ মিছিল পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

Scroll to Top