২ হাজার ১৮০টি পদের জন্য ৩৬তম বিসিএসের প্রজ্ঞাপন জারি করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।
আজ রোববার এ প্রজ্ঞাপন জারি করা হয়।
পিএসসি থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয় প্রশাসনে ২৫০টি ও পুলিশে ১২০টি পদসহ জেনারেল ক্যাডারে পদ রয়েছে ৫৪২টি। টেকনিক্যাল ক্যাডারে পদ সংখ্যা ৭৪০টি এবং সাধারণ শিক্ষা ক্যাডারে পদ আছে ৮৭১টি।
আগ্রহী প্রার্থীদের আগামী ১৪ জুন থেকে ২৩ জুলাই সন্ধ্যা ৬টা পর্যন্ত অনলাইনে আবেদনপত্র পূরণ করে ফি জমা দেয়ার জন্য বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।