৩ মামলায় ফখরুলের জামিন: মুক্তিতে বাধা নেই

রাজধানীর পল্টন থানায় দায়ের হওয়া নাশকতার তিন মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জামিন দিয়েছেন আদালত।

আজ রোববার বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি খসরুজ্জামানের বেঞ্চ এ জামিন দেন। সর্বশেষ এ তিন মামলায় জামিন হওয়ায় মির্জা ফখরুলের মুক্তিতে আর কোনো বাধা নেই বলে জানিয়েছেন তাঁর আইনজীবী। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে আইনজীবী ছিলেন এডভোকেট জয়নুল আবদীন।

এর আগে গত ১৮ জুন বৃহস্পতিবার নাশকতার অন্য তিন মামলায় হাইকোর্ট থেকে জামিন পান বিএনপির এ নেতা।

Exit mobile version