৭ শতাংশ প্রবৃদ্ধি কোনোভাবেই সম্ভব হবে না

দেশে যদি রাজনৈতিক অস্থিরতা থাকে এবং কাঙ্ক্ষিত বিনিয়োগ না হয় তবে ৭ শতাংশ প্রবৃদ্ধি কোনোভাবেই সম্ভব হবে না। এই প্রবৃদ্ধি ৬ শতাংশের মধ্যেই ঘুরপাক খাবে বলে মন্তব্য করেছেন সংসদের বিরোধীদলীয় নেত্রী রওশন এরশাদ।

আজ মঙ্গলবার দুপুরে জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে বিরোধীদলের পক্ষ থেকে বাজেট পরবর্তী এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

রওশন বলেন, ‘এ বাজেট জনগণের কল্যাণে ভূমিকা রাখবে না। পাশাপাশি বাজেটে দরিদ্র্য সীমার নিচে বাস করা মানুষের ও কর্মসংস্থানের কোনো সুনির্দিষ্ট দিক নির্দেশনা নেই।’

তিনি আরো বলেন, ‘১৯৯১ সালের পর পোশাক খাত ছাড়া আর কোনো খাতে কর্মসংস্থান সৃষ্টি না হওয়ায় মানুষ দুঃখজনকভাবে সাগর পাড়ি দিয়ে বিদেশ যেতে বাধ্য হচ্ছে।’

তবে এ বাজেট নিয়ে বিরোধী দল জাতীয় সংসদে সার্বিকভাবে তাদের বক্তব্য তুলে ধরবে বলে জানান তিনি।

বাজেট নিয়ে বিরোধীদলের ভূমিকা সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বাজেট এখনো জানতে পারলাম না, পড়তে পারলাম না। আমরা কিন্তু সেভাবে বিরোধী দল না যে, সব কিছুতে বিরোধিতা করবো।’

তিনি বলেন, ‘ আগে দেখা গেছে যে, বাজেট দেয়ার সঙ্গে সঙ্গে বিরোধী দল বলেছে বাজেট মানি না, মানবো না। তারা রাস্তায় নেমে এসেছে। আমরা কিন্তু সে কাজ করিনি। এজন্য আপনাদের মনে সন্দেহ দেখা দিয়েছে এরাতো বিরোধী দল না। সরকারের হয়ে কাজ করছে এরা।’

রওশন বলেন, ‘আমরা জনগণের জন্য কাজ করি।’

Exit mobile version