আমি সুস্থ আছি, বেঁচে আছি : সালাহ উদ্দিন

বিএনপি নেতা সালাহ উদ্দিন আহমেদ তার স্ত্রী হাসিনা আহমেদকে বলেছেন, ‘আমি বেঁচে আছি, সুস্থ আছি। খবরটা সবাইকে জানিয়ে দেও। আমার জন্য দোয়া কর।’

সালাহ উদ্দিন আহমেদ মঙ্গলবার দুপুরে ভারতের মেঘালয়ের ‘ইনস্টিটিউট অব মেন্টাল হেলথ এন্ড নিউরো সাইন্স’ নামক একটি মানসিক হাসপাতাল থেকে ফোনে এসব কথা বলেন তার স্ত্রীকে। নিজ বাসভবনে সংবাদ সম্মেলন করে হাসিনা আহমেদ সাংবাদিকদের এ তথ্য জানান।

হাসিনা আহমেদ আরো বলেন, ‘ঘন্টা দুয়েক আগে ওই হাসপাতাল কর্তৃপক্ষ তাকে ফোন করেন। সালাহ উদ্দিন আহমেদ কথা বলতে চান বলে ফোনের অপর প্রান্ত থেকে জানানো হয়। এরপর তিনি (সালাহ উদ্দিন) কথা বলেন।’

ফোনে সালাহ উদ্দিন বলেছেন, ‘আমি সুস্থ আছি, জীবিত আছি এবং ভালো আছি। তুমি সবাইকে খবরটা জানিয়ে দেও। দেশবাসী, বিএনপি ও ২০ দলের সবাইকে আমার জন্য দোয়া করতে বলবা।’

যার সঙ্গে কথা বলেছেন তিনি সালাহ উদ্দিন আহমেদ কিনা? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে হাসিনা বলেন, ‘একশ বছর পরও আমি আমার স্বামীর কণ্ঠ চিনব। আমি শতভাগ নিশ্চিত।’

তাকে দেশে ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা কামনা করে তিনি বলেন, ‘যাতে তিনি দেশে ফিরে আসতে পারেন এবং তার সঙ্গে আমরা দেখা করতে পারি সেজন্য সরকারের সহযোগিতা কামনা করছি। আমরা দ্রুত তার কাছে যাওয়ার চেষ্টা করব।’

দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, ‘দেশবাসী ঘটনার পর থেকেই আমাদের পরিবারের সঙ্গে ছিলেন। আমাদের সাহস দিয়েছেন। দোয়া করেছেন। দেশবাসীর কাছে আমরা কৃতজ্ঞ।’

Scroll to Top