চটজলদি ডালিমের খোসা ছাড়ানোর কৌশল (ভিডিও)

ডালিম সবারই কমবেশি পছন্দ। কিন্তু খাওয়ার আগে খোসা ছাড়াতে গিয়েই বিপাকে পড়েন অনেকে। খুব সহজে খোসা ছড়ানোর কৌশলের একটি ভিডিও ভাইরাল হয়েছে ইন্টারনেটে।

রসালো ফল ডালিম কিংবা বেদানার খোসা ছাড়ানোর একটি ভিডিওচিত্র ‘মি.ব্রেইন’ নামে একটি ইউটিউব চ্যানেলে আপলোড করা হয় গত বছরের অক্টোবরের শেষে।

ইতোমধ্যে ভিডিওটি দেখা হয়েছে ১৬ মিলিয়ন, অর্থাৎ এক কোটি ষাট লাখেরও বেশিবার। এছাড়া ভিডিওটিতে লাইক দিয়েছেন ৬৬ হাজার জন আর মন্তব্য রয়েছে চার হাজারটিরও বেশি।

তবে ভিডিওটি পছন্দ করার পাশাপাশি অনেক মানুষ একে অপছন্দও করেছেন। ভিডিওটির ডিজলাইক বাটনে ক্লিক করেছেন ৪৫ হাজারেরও বেশি মানুষ।

বেশিরভাগ মন্তব্যকারীই একটি বিষয় তুলে ধরেছেন যে, ডালিমের খোসা ছড়ানোর এ কৌশলটি বেশ পুরনো। অনেকে আবার ভিডিওটির থাম্বনেইলে ব্যবহৃত ছবির সাথে ভিডিওর মিল না পেয়ে সমালোচনাও করেছেন।

ভিডিও দেখুন –

Scroll to Top