নোয়াখালীতে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলায় যুবলীগের এক নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শনিবার ভোরে উপজেলার উত্তর দেউটির মুহুরিগঞ্জ বাজার এলাকা থেকে তার লাশ পাওয়া যায় বলে সোনাইমুড়ি থানার পরিদর্শক (তদন্ত) জয়দেব সাহা জানান।

নিহত মিলন সরকার (৩৫) উপজেলার দেউটি ইউনিয়ন যুবলীগের দপ্তর সম্পাদক ছিলেন।

তিনি মুহুরিগঞ্জ বাজারের ডেকোরেটর ব্যবসায়ী ছিলেন বলে জানান পুলিশ কর্মকর্তা জয়দেব।

পুলিশ পরিদর্শক জয়দেব বলেন, রাতে ব্যবসা প্রতিষ্ঠান থেকে ফেরার পর বাড়ির পাশে পুকুরে মাছ ধরতে যান মিলন। এ সময় দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যার পর লাশ ফেলে চলে যায়।

লাশ উদ্ধার করে নোয়াখালী আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

Scroll to Top