বেরোবিতে নিজদলের নেতার হাত কাটলো ছাত্রলীগ

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রাকিবুল হাসানের হাত কেটে দিয়েছে প্রতিপক্ষের ছাত্রলীগের নেতাকর্মীরা। এ ঘটনায় অন্তত দশজন আহত হয়েছেন।

মঙ্গলবার বেলা ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের সামনে পার্ক মোড়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান শিশির অভিযোগ করে বলেন, ভর্তি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসে বাধা দেওয়ায় ছাত্রলীগের বহিষ্কৃত নেতা হাদিউজ্জামান হাদির লোকজন এ হামলা চালায়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর শাহিনুর রহমান জানান, প্রশ্নপত্র ফাঁসের প্রশ্নই ওঠেনা। এটা তাদের অভ্যন্তরীণ কোন্দল হতে পারে।

তিনি বলেন, এ ঘটনায় পরীক্ষার উপরে কোনো প্রভাব পড়বেনা। যথারীতি পরীক্ষা চলবে।

Scroll to Top