মন্ত্রিসভায় নতুন মুখ আসছে: কালই শপথ হতে পারে

মন্ত্রিসভায় আবারও রদবদল হচ্ছে বলে সরকারের একটি বিশেষ সূত্রে জানা গেছে। আগামীকাল মঙ্গলবার মন্ত্রিসভার নতুন সদস্যরা শপথ নিতে পারেন বলেও ওই সূত্রটি জানিয়েছে।

মন্ত্রিসভায় সম্ভাব্য নতুন যাদের নাম শোনা যাচ্ছে এদের মধ্যে রয়েছেন- কর্নেল (অব.) ফারুক খান, ড. আবদুর রাজ্জাক, চট্টগ্রামের আওয়ামী লীগ নেতা নুরুল ইসলাম বিএসসি, ব্যারিস্টার ফজলে নূর তাপস, সংসদ সদস্য তারানা হালিম প্রমুখ।

মন্ত্রিসভা থেকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া ও খাদ্যমন্ত্রী এডভোকেট কামরুল ইসলাম বাদ পড়তে পারেন বলেও জানা গেছে।

Scroll to Top