অসুস্থতার জন্য সালাহ উদ্দিনের বিরুদ্ধে দায়ের করা মামলার তদন্ত কার্যক্রম স্থগিত করল ভারত পুলিশ। সুস্থতার ডাক্তারি সার্টিফিকেট না পাওয়া পর্যন্ত সালাহ উদ্দিনকে আদালতেও হাজির করা হবে না বলে জানা গেছে।
শনিবার তাকে আদালতে হাজির করার কথা ছিল। কিন্তু অসুস্থতার জন্য সালাহ উদ্দিনকে আদালতে হাজির করতে পারেনি মেঘালয় পুলিশ। তিনি সুস্থ না হওয়া পর্যন্ত মামলার তদন্ত কার্যক্রমও স্থগিত করেছে দেশটির পুলিশ।
দেশটির গণমাধ্যম সূত্রে জানা গেছে, হৃদযন্ত্র ও কিডনি পরীক্ষার প্রতিবেদনের ভিত্তিতে তার চিকিৎসা চলছে মেঘালয়ের শিলংয়ের সিভিক হাসপাতালে।