আইসিসি থেকে মুস্তফা কামালের পদত্যাগ

পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সভাপতি পদ থেকে পদত্যাগ করেছেন। দুপুরে দেশে ফিরে বিমানবন্দরে তিনি এ ঘোষণা দেন। এর আগে দুপুর ১২টা ৩৫ মিনিটের দিকে তাকে বহণকারী ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমান বন্দরেই তিনি সংবাদ সম্মেলন করে পদত্যাগের ঘোষণা দেন। তিনি বলেন, আমি তাদের বলেছি আইসিসি সভাপতি ছাড়া কেউ ট্রফি তুলে দিলে তা হবে সংবিধান পরিপন্থী। আপনারা সংবিধান পরিপন্থী কাজ করবেন না। তিনি বলেন, আমাদের অধিকার কেড়ে নেওয়া হয়েছে। আল্লাহর কাছে প্রার্থনা করেছি এর বিচার যেন আমরা পাই। তিনি বলেন, ক্রিকেট একটি গৌরবময় খেলা। এর একটি আইন রয়েছে। সেখানে একজন প্রেসিডেন্টের কী দায়িত্ব তাও বলা রয়েছে। সে খেলায় চ্যাম্পিয়নদের হাতে ট্রফি তুলে দেওয়ার কথা আমার। কিন্তু কেন তা পারলাম না তা সবাই জানেন। কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে খেলাটা হয়েছিল তা নিয়ে আমি কিছু কথা বলেছিলাম। সেটাই কাল হয়েছে কী না জানিনা। তিনি বলেন, ১৬ কোটি মানুষকে ছোট করতে চাইনা বলেই এই পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।

Exit mobile version