প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে ক্রিকেটের বিশ্ব আসরে মাহমুদউল্লাহর সেঞ্চুরি পাওয়ার দিন ইংল্যান্ডকে বড় চ্যালেঞ্জই ছুঁড়ে দিয়েছে বাংলাদেশ। মাহমুদউল্লাহর ১০৩ রানের পাশাপাশি মুশফিকুর রহিমের ৮৯ আর সৌম্য সরকারের ৪০ রানের ওপর দাঁড়িয়ে অ্যাডিলেডে ইংল্যান্ডের বিপক্ষে ২৭৫ রানের লড়িয়ে সংগ্রহ গড়ে তুলেছে বাংলাদেশ।