এ কেমন আম্পায়ারিং!

বিশ্বকাপে আম্পায়ার বিতর্ক যেন চলছেই। কোয়ার্টার ফাইনালের মত বড় মঞ্চে আম্পায়ারদের ভূলে আবারো খেসারত দিতে হচ্ছে ছোট দলগুলোকে। বাংলাদেশের সাথে বরাবর ই আম্পায়াররা ভুল ডিসিশন দিয়ে থাকে এবার ও তার ব্যাতিক্রম ঘটেনি। সেঞ্চুরির অপেক্ষায় থাকা রোহিত শর্মা হাই ফুল্টস বলে আউট হলে লেগ আম্পায়ার নো বলের সিদ্ধান্ত দেন। কিন্তু যেটা কোনভাবেই নো বল ছিল না। মাশরাফি, তাসকিন , রুবেলরা আপিল করলেও আম্পায়ার তার সিদ্ধান্তে অনড় থাকেন। আর কতদিন এতো ভুল সিদ্ধান্ত দিবে আম্পায়াররা তার ইয়ত্তা নেই। কিংবদন্তি ক্রিকেটার থেকে শুরু করে ধারাভাষ্যকার পর্যন্ত সবাই আম্পায়ারের এই সিদ্ধান্তের সমালোচনা করেছেন খোলাখুলি ভাবেই।

Scroll to Top