হ্যামিলটনে নিউজিল্যান্ড-বাংলাদেশের ম্যাচে টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছে নিউজিল্যান্ডের অধিনায়ক ম্যাককালাম ।
শুক্রবার ‘এ’ গ্রুপের ৩৭তম ম্যাচে হ্যামিলটনে মুখোমুখি হচ্ছে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করা এ দু’দল।
বাংলাদেশ দলের নিয়মিত অধিনায়ক মাশরাফি বদলে দলে অন্তর্ভুক্ত হয়েছেন নাসির হোসেন এবং আরাফাত সানির পরিবর্তে তাইজুল ইসলাম। হাটুর ব্যথা বেড়ে যাওয়ায় আজকের ম্যাচে বিশ্রামে রয়েছেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। তার জায়গায় দলকে নেতৃত্ব দিচ্ছেন সাকিব আল হাসান।