কুইন্টন ডি কককে ফিরিয়ে দিয়ে দারুণ সূচনা করেছেন মুস্তাফিজুর রহমান। প্রথম ওভারের দ্বিতীয় বলেই প্রোটিয়াস এই ওপেনারকে বোল্ড করে সাজঘরে পাঠিয়েছেন তিনি।
তিন ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচে টস জিতে ব্যাটিং করছে দক্ষিণ আফ্রিকা। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বুধবার বেলা ৩টায় শুরু হয়েছে ম্যাচটি। ইনিংসের গোড়াপত্তন করতে নেমেছেন দুই ওপেনর কুইন্টন ডি কক ও হাশিম আমলা।
দুই ম্যাচ শেষে সিরিজ ১-১ ব্যবধানে সমতায় আছে। তাই এই ম্যাচ যারা জিতবে তারাই সিজ সিরিজ জিতে নেবে।
বাংলাদেশ একাদশ : তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন দাস, মাহমুদউল্লাহ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, নাসির হোসেন, মাশরাফি মর্তুজা (অধিনায়ক), রুবেল হোসেন ও মুস্তাফিজুর রহমান।
দক্ষিণ আফ্রিকা একাদশ : হাশিম আমলা (অধিনায়ক), কুইন্টন ডি কক, ফাফ ডু প্লেসিস, রিলি রুশো, ডেভিড মিলার, জেপি ডুমিনি, ফারহান বেহারদিয়েন, মর্নে মর্কেল, ক্যাগিসো রাবাদা, কাইল অ্যাবোর্ট ও ইমরান তাহির।