নিজেদের দিনে পাকিস্তান ব্যাটে-বলে জ্বলে উঠে। বাংলাদেশের বিরুদ্ধে ব্যাট হাতে এমন ভঙিতেই নিজেদের ব্যাটিং মিশন শুরু করে পাকিস্তান। আজাহার আলী ও সামি আসলাম সেভাবেই ব্যাট করছিলেন। ৯১ রানের জুটি গড়েন তারা। টাইগাররা বেশ অস্বস্তিতে ছিলেন তখন। তাকসিন বলে মোটেই ভাল করছিল না। যাইহোক মাশরাফির কৌশলেই পাকিস্তান শিবিরে দুটি আঘাত হানে বাংলাদেশ।
২ ওভার বল করে ২২ রান দেন তাকসিন। মাশরাফি এক পর্যায়ে নাসির হোসেনের হাতে বল তুলে দেন। ৫০ বল খেলে ৪৫ রান করা সামি আসলামকে প্যাবিলিয়নের পথ দেখান তিনি। এর পরে ব্যাট হাতে নামেন অভিজ্ঞ ক্রিকেটার মোহাম্মদ হাফিজ। হাফিজ বড় মাপের ব্যাটসম্যান হলেও টাইগারদের কাছে একেবারেই ধরাশায়ী।
১৫ বল খেলে ৪ নিয়ে সানির বলে বোল্ড হয়ে সামির দেখানো পথে হাঁটেন তিনি। দলীয় ১০৫ রানে হাফিজ আউট হলে উইকেটে নামেন হ্যারিস সোহেল। সর্বশেষ রিপোর্টে ১১২ রান নিয়ে ২৪ ওভার খেলা শেষে এগিয়ে যাচ্ছে পাকিস্তান। এ সময় পর্যন্ত সাকিব ও রিয়াদকে বল করতে ডাকেননি মাশরাফি।