দ.আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম দুটি ম্যাচের জন্য মাশরাফি বিন মর্তুজাকে অধিনায়ক করে ১৪ সদস্যের দল ঘোষণা করে বিসিবি। প্রথম দু’টি ম্যাচ মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
ভারতের বিপক্ষে গত ওয়ানডে সিরিজের দল থেকে বাদ পড়েছেন রনি তালুকদার ও মুমিনুল হক। এছাড়া ইনজুরির কারণে নেই তাসকিন আহমেদ।
অনেক দিন পর জাতীয় দলে ফিরেছেন এনামুল হক বিজয়। জুবায়ের হোসেন লিখন রয়েছেন প্রথম দু’টি ওয়ানডের দলে। এছাড়া ইনজুরি কাটিয়ে দলে এসেছেন মাহমুদুল্লাহ রিয়াদ।
১০, ১২ ও ১৫ জুলাই ওয়ানডে ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ-দ. আফ্রিকা। প্রথম দুই ওয়ানডে মিরপুরে হওয়ার পর সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে অনুষ্ঠিত হবে চট্টগ্রামের জহুর আহমেদ চোধুরি স্টেডিয়ামে। প্রতিটি ওয়ানডে ম্যাচ বাংলাদেশ সময় দুপুর ১২টায় হবে।
বাংলাদেশ দল:
মাশরাফি বিন মুর্তজা(অধিনায়ক), সাকিব আল হাসান, লিটন দাশ, নাসির হোসেন, রুবেল হোসেন, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মুস্তাফিজুর রহমান, সাব্বির রহমান, সৌম্য সরকার, আরাফাত সানি, এনামুল হক বিজয়, জুবায়ের হোসেন ও মাহমুদুল্লাহ রিয়াদ।