বার্সার জার্সিতে মেসির ৪০০ গোল

লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডো৷ আধুনিক ফুটবলের দুই সেরা জীবন্ত কিংবদন্তি৷ দু’জনের মধ্যে প্রচুর অমিলের মধ্যেও থেকে যায় অনেক মিল৷ ঠিক যেমন শনিবার লা লিগায় দু’জনেই রেকর্ড গড়লেন৷ রোনাল্ডো এই মরশুমে গোলের হাফ সেঞ্চুরি করলেন৷ ঠিক তেমনই মেসিও ভ্যালেন্সিয়ার বিরুদ্ধে বার্সার জার্সিতে ৪০০তম গোলটি করে ফেললেন৷

এদিন ন্যু ক্যাম্পে ভ্যালেন্সিয়াকে ২-০ উড়িয়ে দিল মেসি-নেইমার-সুয়ারেজের বার্সেলোনা৷ ম্যাচের প্রথম মিনিটেই মেসির বাড়ানো পাসে বার্সাকে এগিয়ে দেন দুরন্ত ফর্মে থাকা সুয়ারেজ৷ যদিও ১০ মিনিটে গোল শোধ করার সুযোগ চলে আসে ভ্যালেন্সিয়ার সামনে৷ কিন্তু বার্সার গোলপোস্টের নীচে আরও একবার অসাধারণ দক্ষতা দেখালেন ক্লডিয়ো ব্র্যাভো৷ পারেজোর দুর্দান্ত সট সেভ করে দিলেন তিনি৷ এরপর দ্বিতীয়ার্ধের ৯৪ মিনিটে স্কোরলাইন ২-০ করেন মেসি৷মেসির এই গোলই তাকে পালকে নতুন মুকুট যুক্ত করল৷গত বছর মার্চেই মেসি কাতালান ক্লাবের হয়ে সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হয়ে গিয়েছিলেন৷ পাওলিনো আলকান্তারা ৩৬৯ গোলের রেকর্ড ভেঙে দেন তিনি৷৩২ ম্যাচে ৭৮ পয়েন্ট নিয়ে লা লিগায় শীর্ষে রইল বার্সা৷-সংবাদসংস্থা।

Exit mobile version