মালয়েশিয়া গেলেই এক রিকশাওয়ালার সাথে দেখা করেন তামিম

তামিম ইকবালকে সাধারণ ভাবে সবাই একজন ক্রিকেটার হিসাবেই চেনেন। দেশের সেরা এই ব্যাটসম্যানের বিশেষ কোনো অধ্যায় জানার জন্য হয়তো আগ্রহের কমতি নেই তামিম ভক্তদের।
তাই তামিমের একটি বিশেষ অধ্যায় তথা তার স্ত্রীর সাথে প্রেম সম্পর্কিত একটি রোমান্টিক দিক নিয়ে এবারের প্রতিবেদন। তামিমের স্ত্রী আয়েশা একটা সময় মালয়েশিয়ায় পড়াশোনা করতেন।

ক্রিকেট জীবনে আসার বেশ আগে থেকেই আয়েশার সাথে তামিমের প্রেমের সম্পর্ক হয়ে ওঠে। তামিম প্রায়ই ছুটে জেতেন মালয়েশিয়ায়। এখন তামিমের স্ত্রী আয়েশা। আয়েশার সাথে সম্পর্কের শুরুর দিকে তামিমকে বেশ কাঠখড়ি পোড়াতে হয়েছে।
মালয়েশিয়ায় আয়েশা ও তামিমকে সাহায্য করতেন কুমার নামের এক রিশকাওয়ালা। কুমারের রিক্সায় মালয়েশিয়ার বিভিন্ন যাওয়ায় যেতেন তামিম-আয়েশা।
কুমারকে আজও ভুলতে পারেন না তামিম। মালয়েশিয়া গেলে তার দেখা করেনই তিনি। কয়েকদিন আগে মালয়েশিয়া পাড়ি দেন তামিম ইকবাল। তখনও কুমারের সাথে দেখা করেন তামিম। তার সাথে সেলফিও তুলেন এ রোমান্টিক প্রেমিক ক্রিকেটার।

Exit mobile version